১২ মাসে ১২ গান প্রকাশ

বিনোদন প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
শেয়ার :
১২ মাসে ১২ গান প্রকাশ

শিল্পীদের নতুন গান প্রকাশের তালিকাটা দিনকে দিন ছোট হয়ে আসছে। বিশেষ করে একক গানের সংখ্যা এখন তলানিতে। এমন পরিস্থিতিতে ১২ মাসে ১২টি গান প্রকাশ করাটা রেকর্ডও বটে। এমন নজির, সচরাচর ঘটে না। যেমনটা খুব নীরবে ঘটিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সংগীতশিল্পী রাফি আলম।

চলতি বছরের ১২ জানুয়ারিতে ‘কথা দাও’ গানটির মাধ্যমে তার এই উদ্যোগের শুরু। আর শেষটা হয়েছে গেল ১২ ডিসেম্বর ‘তোমার নেশা’ গানের মাধ্যমে।

এদিকে, রাফি আলম বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিয়ে কাজ করছেন একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে। ২০০৫ সাল থেকে বাংলা ব্যান্ডের সঙ্গে ড্রামার হিসেবে যাত্রা শুরু করলেও ভোকালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন গত আট বছরে। বছর খানেক হলো তিনি নিজের একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছেন। রক, পপসহ বহুমুখী জনরা নিয়ে গান করে থাকেন এই শিল্পী। যার শেষ নজির, চলতি বছর ১২ মাসে ১২টি‌ গান প্রকাশের মধ্যদিয়ে।

গায়ক রাফি আলমের ভাষ্য, ‘আমি যখন থেকে একক সংগীত চর্চায় মনোনিবেশ করেছি, ঠিক তখন থেকেই এমন কিছু করার ইচ্ছে ছিল। তারই ধারাবাহিকতায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার একাধারে একটি ইপিসহ ১২টি গান রিলিজ পেয়েছে। বছর শেষে গানগুলো শুনলে এবং শ্রোতাদের ভালোবাসার হিসেব কষলে, নিজেরই ভালো লাগে।’

রাফি আলমের ১২ মাসে প্রকাশিত গানগুলোর শিরোনাম হলো- ‘কথা দাও’, ‘তুই ছাড়া’, ‘পাখিরে তুই’, ‘ফরট্রিস অব কেওয়াস’, ‘অচেনা শহরে’, ‘নিজের মতো’, ‘জোনাকি’, ‘মৃত্যুর কোরাস’, ‘মুগ্ধ’, ‘সংশপ্তক’, ‘আমারে আসিবার‌ কথা কইয়া’ ও ‘তোমার নেশা’।