শিশুদের নিয়ে সিনেমা নির্মাণ কর্মশালা
শিশুদের সিনেমা নির্মাণ প্রশিক্ষণের লক্ষ্যে বেসরকারি সংস্থা চিলড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিটিএফবি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজন করে ৫ দিনব্যাপী ‘দ্য ক্রাফট জুনিয়র’ শীর্ষক কর্মশালার। এই কর্মশালায় শিশুদের হাতে-কলমে সিনেমা নির্মাণের খুঁটিনাটি শেখানো হয়। কর্মশালার সহযোগিতায় ছিলেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড।
এতে পাণ্ডুলিপি রচনা ও চিত্রনাট্য রচনা কৌশল, ক্যামেরা অপারেশন, ক্যামেরা শটস পরিচিতি, সিনেমা পরিচালনা, শব্দের ব্যবহার, বেসিক ভিডিও সম্পাদনা ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হয়। গেল শনিবার শেষ হয় এই কর্মশালা। সমাপনী আসরে ২০ জন শিশু নির্মাতার ১ মিনিট ব্যাপ্তির ২০টি সিনেমা প্রদর্শিত হয়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শিশুদের প্রতিভার বিকাশ, মতপ্রকাশ ও কারিগরি দক্ষতা উন্নয়নে একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্দেশ্যে সিটিএফবি এই উদ্যোগ গ্রহণ করে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ, চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের (সিটিএফবি) সেক্রেটারি জেনারেল ফাহমিদুল ইসলাম শান্তনু, শিশু সিনেমা নির্মাতাদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’