বছরের শেষ দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭
শেয়ার :
বছরের শেষ দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

বছরের শেষ দিনে আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২১০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪৬মিনিট সময়ের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বছরের শেষ দিনে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ২৩৭ স্কোর নিয়ে আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের শহর করাচি। ২০৪ একিউআই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি শহর।

এ শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বেচারাম দেউড়ি (৩৬২)। তালিকায় এর পরে রয়েছে যথাক্রমে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৬১), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (২৪৬), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৬), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৩), কল্যাণপুর (২২৯), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকা (২১০), গুলশান ২ এর বে এজওয়াটার ভবন এলাকা (২০৯) এবং গোড়ান (২০৫) স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে। এদিন সকালে এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।