কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘অশ্লীল ভিডিও’, ভাঙা হলো ঢিল মেরে

অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬
শেয়ার :
কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে ‘অশ্লীল ভিডিও’, ভাঙা হলো ঢিল মেরে

ঢাকার কমলাপুর রেলস্টেশনের অনুসন্ধান বুথের ডিসপ্লে মনিটরে মধ্যরাতে হঠাৎ করে প্রদর্শিত হয়েছে অশ্লীল ভিডিও। যা দেখে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন যাত্রীরা। পরে তা বন্ধ করতে না পেরে ঢিল মেরে ভেঙে ফেলেছেন তারা।

গত শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, রেলওয়ে স্টেশনের একটি ডিজিটাল মনিটরে হঠাৎ করে অশ্লীল ভিডিও ভেসে ওঠে। স্ক্রিন বন্ধ করতে না পেরে এ সময় যাত্রীরা ইট ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

রেলের সময়সূচি দেখানোর মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন স্টেশন মাস্টার শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ওই মনিটরে হঠাৎ অশ্লীল ভিডিও চালু হয়ে যায়। এ সময় স্টেশনে উপস্থিত লোকজন স্ক্রিন বন্ধ করতে না পেরে ইট মেরে সেটা ভেঙে ফেলেছেন।’

তবে ঘটনাটি কেন এবং কীভাবে ঘটল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে এ বিষয়টি রেল-সংশ্লিষ্ট কারও ডিভাইস থেকে হতে পারে কিংবা হ্যাকিং করেও কেউ করতে পারে বলে ধারণা করছে পুলিশ। কীভাবে এ ঘটনা ঘটেছে ইতোমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমলাপুর রেলস্টেশনে বিব্রতকর এই ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ‘ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা।’

এর আগে গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সে ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।