শহিদ মিনারে গণজমায়েত ডাকাদের উদ্দেশে যা বললেন ফরহাদ মজহার
কেন্দ্রীয় শহিদ মিনারে আগামীকাল মঙ্গলবার ডাকা গণজমায়েত সম্পর্কে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘আমি জানি না তারা ওই দিন কী ঘোষণা করতে যাচ্ছেন। তবে তাদের উদ্দেশে আমি বলব, রাষ্ট্র ও সরকার এক নয়। জনগণের সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র ও সরকার এই দুটি বিষয় আমাদের কাছে পরিষ্কার নয়, আমরা আশা করব ছাত্ররা আগামীকালের ঘোষণায় আমাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার করবেন।’
আজ সোমবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে বিলকিস আলম পাঠাগারের উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ গঠন ও বই পড়ার প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, ‘ফ্যাসিজম একটি কঠিন শব্দ, কিন্তু ফ্যাসিজম আমাদের সবার মধ্যেই কাজ করে, আমারটাই শুনতে হবে, আমারটাই থাকতে হবে। ঠিকই তেমনই শেখ হাসিনা ও যারা আওয়ামী লীগ করতেন, তাদের একটি অংশ বলা শুরু করেছিল, তারা যেভাবে ইতিহাস লেখেন, সেভাবেই ইতিহাসের মহানায়ক ঠিক করতে হবে। পাঠ্যপুস্তক যারা পড়বে, কী পড়বে তারাই শুধু সেটা ঠিক করবে। তাদেরটাই শুধু ঠিক, আর সব ভুল, এভাবেই তারা ফ্যাসিজম তৈরি করেছিল।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
স্থানীয় সমাজসেবক মাওলানা মো. নুরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ কবি ইমরান মাহফুজ। এতে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক এইচ আর হারুন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আগা আজাদ চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাহাব উদ্দিন আহমাদ প্রমুখ।