আল্লু আর্জুনের কী করা উচিত ছিল, জানালেন প্রদেশের উপমুখ্যমন্ত্রী
পুষ্পা ২ সিনেমা মুক্তির দিন পদদলিত হয়ে মারা যান এক নারী। এই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় সিনেমার মূল অভিনেতা দক্ষিণী সুপারস্টার আল্লু আর্জুনকে। পরে অবশ্য মুক্তি পেয়েছেন তিনি। নিহত ওই নারীর বাড়িতে আল্লু আর্জুনের যাওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পাওয়ান কল্যাণ। তিনি বলেন, আইন সবার জন্য সমান। আল্লুর উচিত ছিল নিহতের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাওয়ান বলেন, ‘পুষ্পা ২ মুক্তির সময় আল্লু আর্জুনের হলে যাওয়া নিয়েই বিশৃঙ্খলার শুরু। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে জননিরাপত্তার কথা ভাবা উচিত ছিল। আইন সবার জন্য সমান। থিয়েটার স্টাফদের আগেই বিষয়টি নিয়ে নায়ককে জানানো উচিত ছিল। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আল্লু আর্জুনের সম্পর্কে আত্মীয় হন পাওয়ান কল্যান। আল্লুর ফুপু সুরেখার স্বামী বিখ্যাত অভিনেতা চিরঞ্জবীর ছোট ভাই পাওয়ান। এই নেতা বলেন, ‘যদি আল্লুর পক্ষ হয়ে ওই নারীর বাসায় কেউ যেত তবে ভালো হতো। এই ঘটনায় আমি খুবই ব্যাথিত হয়েছি। আমাদের ওই পরিবারকে জানানো উচিত ছিল যে আমরা আপনাদের সঙ্গে আছি। সবারই নিহত রেভাথির বাড়িতে যাওয়া উচিত ছিল। এখানে মানবিক আচরণ ব্যহত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পাওয়ান আরও বলেন, সিনেমা একটি সামষ্টিক কাজ। এই ঘটনায় আল্লু আর্জুনকে একা দোষী বলা ঠিক না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস