এস আলমের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক
ঋণখেলাপি হিসেবে আলোচিত-সমালোচিত এস আলম গ্রুপের চিনিকল এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।
আজ সোমবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলাম আহ্বান করেছে তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সাধারণ বীমা করপোরেশন শাখায় এস আলমের কাছে ১ হাজার ৭৭৭ কোটি টাকা পায় জনতা ব্যাংক। বকেয়া আদায়ে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ২ হাজার ৯৭১ শতাংশ জমি নিলামে তুলেছে তারা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য,এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের উৎপাদন বন্ধ রয়েছে। গত ২৪ ডিসেম্বর এ কারখানাটিসহ চট্টগ্রামে নিজেদের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করে এস আলম গ্রুপ। অন্য কারখানাগুলো হলো এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।