মা হারালেন নির্মাতা মোস্তফা কামাল রাজ

বিনোদন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪
শেয়ার :
মা হারালেন নির্মাতা মোস্তফা কামাল রাজ

মারা গেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের মা আফিয়া খাতুন। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।

জানা গেছে, বার্ধক্যজনিত রোগে গত ২৩ ডিসেম্বর রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন আফিয়া খাতুন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আজ সোমবার বাদ যোহর নরসিংদীর রায়পুরা থানার খলিলাবাদ নিজ গ্রামে রাজের মায়ের দাফন সম্পন্ন হবে। সকালেই সেখানে মরদেহ নেওয়া হয়েছে।

এদিকে মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন মোস্তফা কামাল রাজ। মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন নির্মাতা। 

রাজের মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন শোবিজের অনেক শিল্পী ও নির্মাতা।