আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতীকী ছবি

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

বিএনপির কর্মসূচি:

আমরা বিএনপি পরিবারের উদ্যোগে দুপুর ২টায় নিলফামারী জেলা সদর উপজেলার লক্ষ্মীচাপের দুবাছুরি দ্বিখুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে র‌্যাবের গুলিতে শহীদ গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিকেল সাড়ে ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে আলোচনা সভা ও প্রকাশনা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

জামায়াতের কর্মসূচি:

দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, সাবেক ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম।

ওশি ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন:

বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনা পর্যবেক্ষণ বিষয়ক বার্ষিক প্রতিবেদন-২০২৪’ উপলক্ষে সংবাদ সম্মেলন।