‘খান’বিহীন বছর মাত করেছে দক্ষিণী সিনেমা
দরজায় কড়া নাড়ছে ২০২৫। এর আগে সবাই ব্যস্ত পুরনো বছরের হিসাব-নিকাশ নিয়ে। ২০২৪ সালে বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক সিনেমাই মুক্তি পেয়েছে। এর মধ্যে দক্ষিণী সিনেমার সাফল্যই বেশি চোখে পড়েছে। আয়ে শীর্ষ ১০ সিনেমার খবর নিয়ে বিস্তারিত জানাচ্ছেন- জাহিদ ভূঁইয়া
‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’ দিয়ে গত বছরের পুরোটাই নিজের দখলে রেখেছিলেন শাহরুখ খান। ‘টাইগার’ সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার থ্রি’ নিয়ে সালমান খানও আলোচনায় ছিলেন। আমির খান অবশ্য গত বছরও পর্দায় অনুপস্থিত ছিলেন। এ বছরও তার দেখা মেলেনি। সঙ্গে এবার যোগ দিয়েছেন বাকি দুই খানও। ২০২৪ পুরোটাই কেটেছে ‘খান’বিহীন। তবে দক্ষিণী সিনেমা বছরজুড়েই বক্স অফিসে দাপট দেখিয়েছে। প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউড তারকাদের বেশ টেনশনে রেখেছিলেন। আয়ের বিচারে সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা আছে ৪টি, বাকি সবই দক্ষিণী সিনেমা।
প্রায় তিন বছর অপেক্ষা শেষে ৫ ডিসেম্বর মুক্তি পায় সুকুমার পরিচালিত সিনেমা ‘পুষ্পা ২’। প্রত্যাশা মতো মুক্তির পরই ঝড় তোলে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটি। এর মধ্যেই সিনেমাটির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুকে ঘিরে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হয়। আল্লুর মতো তারকা গ্রেপ্তারও হন। মুক্তির তিন সপ্তাহ পর সিনেমাটি নিয়ে উন্মাদনা এখনও চলমান। ‘পুষ্পা ২’ এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ কোটি রুপি আয় করেছে। এ সিনেমা মুক্তির পর যতটা মাতামাতি হয়েছে, তা শেষ দেখা গিয়েছিল ‘বাহুবলী’র সিক্যুয়াল মুক্তির সময়।
তালিকার দুই নম্বরে থাকা ‘কল্কি ২৮৯৮এডি’ও দক্ষিণের। নাগ অশ্বিন পরিচালিত এপিক সাইন্স ফিকশন এ সিনেমা আয় করেছে প্রায় ১ হাজার ১০০ কোটি রুপি। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় সুপারস্টার প্রভাস ও কমল হাসানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন বলিউডের অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
‘বাঘি থ্রি’ দিয়ে আলোচনায় এসেছিলেন বলিউডের শ্রদ্ধা কাপুর। দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার পর এ বছর আবার তিনি পাদপ্রদীপের আলোয় এলেন কমেডি সিনেমা ‘স্ত্রী ২’-এর মাধ্যমে। অমর কৌশিক পরিচালিত হিন্দি এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে তালিকার তিন নম্বরে।
তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ প্রায় ৪৫০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে চতুর্থ স্থানে। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমাটি থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা। এরপর তিনি আর কোনো সিনেমায় অভিনয় না করার ঘোষণা দিয়েছেন।
পাঁচ নম্বরে রয়েছে তেলেগু অ্যাকশন সিনেমা ‘দেবারা : পার্ট ওয়ান’। কোরাটালা শিবা পরিচালিত এ সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৪৩০ কোটি রুপি। এতে অভিনয় করেন দক্ষিণী তারকা এনটিআর জুনিয়রের সঙ্গে আরও দেখা গেছে বলিউডের সাইফ আলী খান ও জাহ্নবী কাপুরকে।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
এক যুগেরও বেশি সময় পর বিদ্যা বালান ফের আলোচনায় এলেন ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার মাধ্যমে। আনিস বাজমি পরিচালিত এ হিন্দি সিনেমা প্রায় ৪২০ কোটি রুপি আয় করে জায়গা করে নিয়েছে তালিকার ছয় নম্বরে। কমেডি হরর এ সিনেমায় আরও অভিনয় করেন কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব প্রমুখ।
মুক্তির আগে ‘সিংহম এগেইন’ নিয়ে যতটা আলোচনা হয়েছিল, বক্স অফিসে ঠিক ততটা ঝড় তুলতে পারেনি সিনেমাটি। তারপরও প্রায় ৪০০ কোটি রুপির মতো ব্যবসা করে তালিকার সাত নম্বরে এটি জায়গা পেয়েছে। রোহিত শেঠির পরিচালনায় এতে অভিনয় করেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন প্রমুখ।
হিন্দি অ্যাকশন সিনেমা ‘ফাইটার’-এর অবস্থান তালিকার আট নম্বরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা দিয়ে হৃত্বিক রোশনের ভাগ্য পরীক্ষা করা হয়েছিল। অবশ্য তিনি টেনেটুনে পাস করেছেন! সিনেমাটি আয় করেছে প্রায় ৩৫০ কোটি রুপি। এতে আরও অভিনয় করেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর প্রমুখ।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত তামিল সিনেমা ‘আমরণ’ নয় নম্বরে রয়েছে। এটি আয় করেছে প্রায় ৩৪০ কোটি রুপি। বায়োগ্রাফিক্যাল অ্যাকশন এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শিব কার্তিক্কান ও সাই পল্লবী।
তালিকার ১০ নম্বরে থাকা ‘হনু-ম্যান’ সবচেয়ে চমক জাগানিয়া নাম। ১২ জানুয়ারি মুক্তি পায় প্রশান্ত ভার্মার এই তেলেগু সিনেমা। সুপারহিরো ঘরানার এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তেজা সাজ্জা। মাত্র ৪০ কোটি রুপি বাজেটের এ ছবি বক্স অফিসে প্রায় ৩০০ কোটি রুপি ব্যবসা করে সবাইকে চমকে দিয়েছে।