তাবলীগের সাদপন্থী নেতা জিয়া রিমান্ডে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪১
শেয়ার :
তাবলীগের সাদপন্থী নেতা জিয়া রিমান্ডে

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগের সাদপন্থীদের হামলায় নিহতের ঘটনায় জিয়া বিন কাশেমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৫ -এর বিচারক ইকবাল হোসেন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া জিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান ও মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ।

এদিকে জিয়া বিন কাশেমকে আদালতে হাজির করার সময় তাবলীগ জামাত বাংলাদেশ (শূরায়ী নেজাম) জোবায়েরপন্থীরা জিয়ার বিচারের দাবিতে আদালতের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে চট্টগ্রাম মেট্রোপলিটন ডবললমুরিং থানা পুলিশ জিয়া বিন কাশেমকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে।