ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে প্রাণ গেল ৩ ছাত্রের
জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে ৩ ছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় দেড়ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।
আজ রবিবার পৌর শহরের ছুনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। আজ বিকেল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে ওই ৩ ছাত্র নিখোঁজ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ৩ জন হলেন, রাহি (১৫), রুশমান (১৭) ও আফিফ (১৫)। তারা তিনজনই শহরের একই ছুনকান্দা এলাকার বাসিন্দা এবং স্কুলছাত্র।
নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই ৩ জন মামাতো ও ফুপাতো ভাই। তারা একসঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। বাকিরা সবাই গোসল শেষ করে তীরে উঠে আসে। কিন্তু ৩ জন ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় দেড়ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহ তিনি উদ্ধার করা হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান ৩ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিহাদ শহীদ পিংকি ঘটনাস্থান পরিদর্শন করে জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। উপজেলা প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের পাশে থাকবে।