আতশবাজিসহ বিক্রেতা গ্রেপ্তার
আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে পুরান ঢাকার শাঁখারিবাজারে আতশবাজি বিক্রির সময় একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া বিক্রেতার নাম সঞ্জিত ধর।
আজ রবিবার কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, রবিবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতশবাজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পটকা, তারাবাতি, ক্র্যাকারস, ঝরণা বাতি, চকলেট বোম, রকেট বোমসহ মোট ১৮ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক উপাদান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৭।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
মোহাম্মদ ইয়াসিন শিকদার আরও বলেন, আসন্ন থার্টি ফার্স্ট নাইট পালন উপলক্ষে কমিশনার ডিএমপি ঢাকা মহোদয়ের নির্দেশক্রমে এবং ডিসি লালবাগ স্যারের সার্বিক তত্ববধানে এ অভিযান পরিচালিত হচ্ছে এবং অব্যাহত থাকবে।