সিলেটে শুধু নামেই আছেন মাশরাফি!

সাকিবের খেলা হচ্ছে না

মাইদুল আলম বাবু
২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
সিলেটে শুধু নামেই আছেন মাশরাফি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের প্রস্তুতি শুরু হয়েছে জোরেশোরে। সিলেট স্ট্রাইকার্সও প্রস্তুতি শুরু করেছে। জুলাই বিপ্লবের পর মাশরাফি বিন মোর্ত্তজা বেশ হতাশার মাঝে রয়েছেন। নড়াইলে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তার সব অর্জন পুড়ে ছাই হয়েছে সেখানে। মানসিকভাবে বিপর্যস্ত তিনি। আবার তার পায়ের সমস্যাও রয়েছে। সিলেটে তিনি খেলবেন এমনটি ভাবার কারণ নেই। সিলেট স্ট্রাইকার্স অবশ্য আশায় আছেন মাশরাফি ফিরবেন। যদিও সে আশা আর নেই। অন্যদিকে সাকিব আল হাসানও বিপিএলে খেলতে পারছেন না চিটাগং কিংসের হয়ে।

মাশরাফি আওয়ামী লিগ সরকারের সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের হয়ে অনেক অর্জন থাকলেও দল করার জন্য ছাত্র-জনতা তাকে ক্ষমা করতে পারেনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি চুপ হয়ে গেছেন একেবারে। আর পায়ের সমস্যা তো নতুন নয়। সেটিও ভুগিয়েছে তাকে। এখনও সমস্যা রয়েছে।

গতকাল সিলেট অনুশীলন করেছে। সেখানে কথা বলেছেন সিলেটের প্রধান কোচ মাহমুদ ইমন। তিনি বলেন, ‘মাশরাফি এখনও আমাদের দলে আছে। তার বিষয়টি পুরোটাই পরিস্থিতির ওপর নির্ভর করছে। তিনি যদি খেলার জন্য ফিট হন বা পরিস্থিতি ভালো হয়, অবশ্যই খেলবেন।’

মাশরাফির সঙ্গে সিলেট যোগাযোগ করেছে বলে এমনটি জানান ইমন। এ ব্যাপারে তিনি বলেন, ‘মাশরাফির সঙ্গে কথা চলছে। ফিটনেস নিয়ে কথা হচ্ছে। তবে প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’

সিলেট ফ্র্যাঞ্চাইজি থেকে আগে জানানো হয়েছিল- মাশরাফি যদি খেলতে না চান তাহলে অন্য ভূমিকায় দেখা যাবে তাকে। তবে বাংলাদেশের সাবেক অধিনায়কের ভূমিকা কী হবে, তা এখনও পরিষ্কার নয়। ইমন আরও যোগ দেন, ‘যতক্ষণ না সে খেলার জন্য ফিট হবে, আমরা তাকে বিবেচনা করব না। তার জন্য অপেক্ষা করব। তার পরও নির্দিষ্ট সময় আছে। যখন আর সময় থাকবে না, তখন আমরা তার জায়গায় অন্য খেলোয়াড়কে দলে নেব।’

এদিকে সাকিব আল হাসানের চিটাগং কিংসে খেলার কথা ছিল। কিন্তু তিনিও আসছেন না বলে জানিয়েছে দলের একটি সূত্র। সাকিব লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে নাম লিখিয়েছেন। দুবাই জায়ান্টসের হয়ে খেলবেন। তাই আর বিপিএলে তার খেলা হচ্ছে না। তার বোলিং নিষিদ্ধ রয়েছে। তিনি শুধু ব্যাট করবেন।