মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল শনিবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। রাজধানী দিল্লির নিগামবোধ ঘাটে তাকে দাহ করা হয়। মনমোহন সিং ছিলেন শিখ ধর্মের অনুসারী। তার শেষকৃত্যে শিখ ধর্মগুরু গুরবানি থেকে শ্লোক পাঠ করেন। ওই সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া তাকে ২১ বার গান স্যালুট প্রদান করা হয়। খবর বিবিসি।

৯২ বছর বয়সী গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তার রাজনৈতিক দল কংগ্রেস তো বটেই, তার মৃত্যুতে গোটা ভারতের রাজনৈতিক অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সবচেয়ে বিশিষ্ট নেতাদের একজন হারিয়েছে ভারত।

মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তার আমলকে ভারতের মুক্ত অর্থনীতির সূচনা যুগ হিসেবে ধরা হয়। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ভারতের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তার হাত দিয়েই ভারতের প্রায় ভঙ্গুর অর্থনীতি মাথা তুলে দাঁড়িয়েছে। সব মিলিয়ে তাকে অত্যন্ত দূরদর্শী নেতা হিসেবে বিবেচনা করা হয়।