চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই পাওয়া যাবে উপহার
চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’। শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে দেওয়া হচ্ছে শীতবস্ত্র।
আজ শনিবার গোপন তথ্যের ভিত্তিতে সিংড়ার চলনবিলের কমরপুর, কাদিরগাছা ও ইন্দ্রাসুন বিলে অভিযান চালানো হয়। এ সময় শিকারির ফাঁদ থেকে ১১টি শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়। এছাড়া বিলের তিনটি পয়েন্ট থেকে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করে পুড়িয়ে দেওয়া হয়।
পাখি শিকার রোধ ও বিল পাড়ের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে শিকারির তথ্যদাতাদের মাঝে উপহার হিসেবে পাঁচটি শীতবস্ত্র বিতরণ করেন পরিবেশ কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলের সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা প্রমুখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিল পাড়ের মানুষদের সচেতনতার পাশাপাশি পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে জেল-জরিমানার আওতায় আনা হচ্ছে। আর বিলের পাখি ও বন্যপ্রাণি বাঁচাতে শীত মৌসুম জুড়ে তথ্যদাতাদের শীতবস্ত্র উপহার দেওয়া হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি ও সরকারি জলাশয় রক্ষায় প্রশাসন সব সময় তৎপর রয়েছে। তাছাড়া বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ কর্মীরাও বেশ ভূমিকা পালন করছেন।