ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

সিলেট ব্যুরো
২৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২
শেয়ার :
ভারতীয়দের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

সিলেটের জৈন্তাপুরের পর এবার গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে নিহত হয়েছেন সবুজ মিয়া (২২) নামের এক যুবক। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দমদমীয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। শুক্রবার মধ্যরাতে মরদেহ তার সহযোগীরা দেশে ফেরত নিয়ে এসেছে বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, সবুজ ও তার সহযোগীরা অন্যদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় খাসিয়াদের সঙ্গে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে মধ্যরাতে তার মরদেহ ফিরিয়ে আনেন তার সহযোগীরা। এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিন্দা জানিয়েছে এবং গুলি চালানো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, গরু চোরাচালানের জন্য তিনি সীমান্ত অতিক্রম করে থাকতে পারেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, নিহত সবুজ মিয়ার বাবা আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মরদেহ নিয়ে আসা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামের  এক বাংলাদেশি কিশোর নিহত হন। ওই ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিএসএফকে নিন্দা ও প্রতিবাদ জানায় বিজিবি।