যৌন হেনস্থার বিচার দাবিতে নিজেকে চাবুক মারলেন বিজেপি নেতা
যৌন হেনস্থার শিকার তরুণীর জন্য ন্যায়বিচারের দাবিতে প্রকাশ্যেই নিজেকে চাবুক মারলেন ভারতের তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই। গতকাল শুক্রবার কোয়েম্বাটোরে নিজের বাড়ির সামনে দলীয় সতীর্থদের উপস্থিতিতে নিজেকে চাবুক মারেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি আন্না বিশ্ববিদ্যালয় চত্বরে ১৯ বছরের এক তরুণীর উপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য রাজ্যের ডিএমকে নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন ওই বিজেপি নেতা। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে তিনি টানা ৪৮ দিন উপবাস রাখবেন। এবং যত দিন পর্যন্ত না রাজ্যের শাসনক্ষমতা থেকে ডিএমকে অপসারিত হচ্ছে, ততদিন জুতো পরবেন না।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, ‘আগামীকালই আমি আমার বাড়ির সামনে এই ঘটনার প্রতিবাদ করব। সেখানে আমি নিজেকে ছ'বার চাবুক মারব। আমি টানা ৪৮ দিন উপবাস করব। এবং আমি ষড়ভূজ মুরুগানের কাছে প্রার্থনা করব। আমার বাড়ির সামনে বিজেপি সদস্যরাও প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগেও এই ঘটনায় বিজেপি ও এআইএডিএমকে-র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ ডিসেম্বর তারা এই ঘটনার প্রতিবাদে সামিল হন। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস