সরকারি বাউন্ডারি ভেঙ্গে ভূমি দখলের চেষ্টা
মাধবপুর উপজেলা সদর বাজারে সরকারি অর্থায়নে নির্মিত বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ১০ কোটি টাকা মূল্যের সুরক্ষিত ভূমি জবর দখলের চেষ্টা করছেন কতিপয় লোক।
উপজেলা পরিষদের কয়েক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাকা বাউন্ডারি ওয়াল ও গ্রিল রাতের আধারে ভেঙ্গে দিয়েছেন ভূমি দস্যুরা। শুধু ওয়াল ও গ্রিল ভেঙ্গেই ক্ষান্ত হননি, বাউন্ডারির ভিতরে গত ২ বছর আগে রোপন করা ফুল ও ফলের গাছগুলোও কেটে দিয়েছেন। এ নিয়ে স্থানীয় সচেতন মহলে দেখা দিয়েছে ক্ষোভ।
জানা গেছে গত ২০২২ মাধবপুর বাজারের প্রবেশ মুখে ৪ শতাংশ ভূমি শামসু নামে জনৈক ব্যক্তি মিথ্যা তথ্য উপস্থাপন করে রাতের আধারেই প্রায় ১০টি টিনশেড ঘর নির্মাণ করেছিলেন। খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন সকালবেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন ও সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. সাদ্দাম মিয়াসহ একদল পুলিশ নিয়ে ভূমিটিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলেন।
উদ্ধারকৃত ভূমিটি জনগুরুত্বপূর্ন হওয়া উপজেলা প্রশাসনের পক্ষ অর্থায়নে কয়েক লক্ষ টাকা ব্যয় করে বাউন্ডারি ওয়াল, লোহার গ্রিল দিয়ে সৌন্দর্য বর্ধক কিছু দূর্লভ ফুলের গাছ ও ঘাস রোপন করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দিবাগত রাতে কে বা কারা বাউন্ডারি ওয়ালটি ভেঙ্গে ফেলে এবং সেই সঙ্গে লোহার গ্রিলগুলোও নিয়ে যায়। এরই মধ্যে ভ্যানে নির্মিত ৪টা টং দোকান প্রবেশ করিয়ে রাখে ওই ভূমিতে। যদিও টং দোকানগুলোর মালিকানা চিহ্নিত করা যায়নি। তবে, ধারনা করা হচ্ছে ওই দোকানের মালিকরা এই ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত থাকতে পারেন।
উপজেলা পরিষদ থেকে ১শ গজ ও থানা থেকে ৩শ গজ দূরত্বে সরকারি বাউন্ডারি ভেঙ্গে ভূমিদস্যুদের জবরদখল বিস্মিত করেছে মাধবপুরবাসীকে। প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে।
প্রসঙ্গত। গত ৫ আগস্টের পর থেকে মাধবপুরে একটি চক্র সরকারি ভূমি, সনাতন সম্প্রদায়ের ভূমি জবর দখলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী মাধবপুরের শান্তিপ্রিয় জনগনের।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহেদ বিন কাশেম জানান, বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলার খবর তিনি পেয়েছেন। আগামীকাল সকালে সরেজমিন গিয়ে ব্যবস্থা নিবেন।