৩০০ ফিট সড়ক এখন ভয়ংকর মরণ ফাঁদ

রূপগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২১
শেয়ার :
৩০০ ফিট সড়ক এখন ভয়ংকর মরণ ফাঁদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের দৃষ্টি নন্দক কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (৩০০ফিট) সড়ক এখন ভয়ংকর মৃত্যু ফাদেঁর সড়ক হিসেবে পরিনত হয়েছে। এ সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অকালে প্রাণ হারাচ্ছে অনেক তাজা মানুষ।

উল্লেখ্য, গত ১ মাসে পূর্বাচলে ৩০০ ফিট সড়কে দূর্ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। এর মধ্যে গত সপ্তাহে নিহত হয়েছেন বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদসহ আরও ৫ জন। 

বেপরোয়া গতিতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানোই এর প্রধান কারণ বলে দাবি করেছে প্রশাসন। তবে স্থানীয়রা বলছেন, সড়কে পর্যাপ্ত পুলিশী চেকপোস্ট , প্রশাসনের নজরদারি না থাকা ও বেশী রাত পর্যন্ত পূর্বাচলে নীলা মার্কেটসহ বিভিন্ন বাজার খোলা থাকায় মদ্যপ অবস্থায় রাজধানীসহ আশেপাশে কিশোররা বেপরোয়া গতিতে সড়কে প্রতিযোগীতা করে গাড়ী চালানোয় অকালে প্রাণ হারাচ্ছেন মানুষ। এ দুর্ঘটনা থেকে রেহাই পেতে গভীর রাত হবার আগেই এসব বাজারের দোকানপাট বন্ধ ও সড়কে প্রশাসনের বিশেষ নজর দেওয়ার জন্য দাবি করেছেন তারা। 

এদিকে সার্বিক অবস্থা বিবেচনা করে রাত ১১ টার মধ্যে পূর্বাচলের নীলা মার্কেটসহ বিভিন্ন স্থানে গড়ে উঠা দোকানপাট বন্ধ ও আরও চেক পোস্ট বাড়ানোর সিদ্ধান্তের পরিকল্পনা নিয়েছেন উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রড ও সহকারী কমিশনার(ভূমি) উবায়দুর রহমান সাহেল বলেন, ‘পূর্বাচল ৩০০ফিট সড়কটি অনেক প্রশস্ত থাকায় সড়কে কিশোর বয়সী ছেলেরা এখানে মোটরসাইকেল ও প্রাইভেটকা বেপরোয়া গতিতে প্রতিযোগিতা নিয়ে চালায়। সে কারণে অনেক সময় নিয়স্ত্রণ হারিয়ে গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে। জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। পূর্বাচলে নীলা মার্কেটসহ যেসকল বাজার গড়ে উঠেছে, সেগুলো রাত ১১টার সময় বন্ধ করার জন্য পরিকল্পনা রয়েছে। তাছাড়া সড়কে বেপরায়া গাড়ি চালানো বন্ধ ও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হবে। সড়কে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে সড়কে আরও বেশী চেক পোস্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীর নিয়মিত টহল আরও জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এছাড়া প্রশাসনের পাশাপাশি সন্তানদের বেপরোয়া চলাফেরার দিকে অভিভাবকদের বিশেষ খেয়াল রাখার জন্য অনুরোধ করে তিনি। অপরদিকে পূর্বাচল কেন্দ্রিক দোকানপাট গভীররাত পর্যন্ত যেন খোলা না থাকে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান তিনি।