আজারবাইজানে বিমান বিধ্বস্তে ‘রাশিয়ার হাত’
আজাবাইজান এয়ারলাইন্সের যে বিমানটি কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে, সেটি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ভূপাতিত হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় আজারবাইজানের তদন্ত দল প্রাথমিক ফলাফলে এ কথা জানিয়েছে। খবর রয়টার্স।
অন্যদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান করা ঠিক নয়। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তদন্তের মধ্য দিয়ে একটি উপসংহারে পৌঁছানোর আগে কোনো অনুমান দাঁড় করানো ঠিক নয়।
প্রসঙ্গত. গত বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি (ফ্লাইট জে২-৮২৪৩) ‘বিধ্বস্ত’ হয়। এতে ৩৮ জন নিহত হন। উড়োজাহাজটিতে যাত্রী-ক্রু মিলে ৬৭ আরোহী ছিলেন। বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে রওনা করেছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এক পর্যায়ে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে বলা হয়েছিল, জরুরি অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এর আগে বিমানটিতে পাখির ধাক্কা লাগার কথাও বলা হয়েছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস