আলোচিত ১০ গান

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
আলোচিত ১০ গান

ঘটনাবহুল ২০২৪ সাল। অডিওতে আলোচিত গানের সংখ্যা কম হলেও সিনেমার গানে ছিল জয়জয়কার। সিনেমা ও অডিওর গান নিয়ে এ আয়োজন। লিখেছেন তারেক আনন্দ

রাজকুমার

‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান গেয়ে আরও একবার দর্শক-শ্রোতার হৃদয়ে কড়া নেড়েছেন বালাম-কোনাল জুটি। আসিফ ইকবালের লেখা ও আকাশ সেনের সুরে ‘রাজকুমার’ গানটি দারুণ সাড়া ফেলে।

বরবাদ

‘রাজকুমার’ সিনেমার আরেক গান ‘বরবাদ’। এ গানটিও শ্রোতার প্রশংসা কুড়িয়েছে। প্রিন্স মাহমুদের সুরে আলিফের গাওয়া ‘বরবাদ’ গানটি ছিল শ্রোতাদের পছন্দের তালিকায়।

দুষ্টু কোকিল

এ বছরের সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’। গানটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মন জয় করে নেন।

লাগে উড়া ধুরা

‘তুফান’ সিনেমার এই গানটিও দর্শক-হৃদয়ে ঝড় তোলে। সমানতালে পাল্লা দিয়েছে অন্যান্য সিনেমার গানের রেকর্ড ভেঙে দেওয়ার। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন; সুর এবং সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান।

বেসামাল

কবির বকুলের কথা ও শওকত আলী ইমনের সুরে ‘লিপস্টিক’ সিনেমার ‘বেসামাল’ গানটি ছিল অনেকের মুখে মুখে। গানটি গেয়েছেন স্নেহা ভট্টাচার্য্য।

মা লো মা

‘কোক স্টুডিও বাংলা’র ফিউশনধর্মী আয়োজন ‘মা লো মা’। সাগর দেওয়ান, প্রীতম হাসান, আরিফ দেওয়ান ও আলি হাসানের গাওয়া এই গান শ্রোতাদের মাঝে ঝড় তোলে।

দুই চাক্কার সাইকেল

বছরের শেষ দিকে প্রকাশ হয় ‘দুই চাক্কার সাইকেল’ শিরোনামের গান। এটি গেয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন সৈয়দ অমি, সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ।

কথা একটাই

ইমরান-পড়শীর কণ্ঠে ‘কথা একটাই’ শিরোনামের গানটি শ্রোতার মন জয় করে নিয়েছে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটি বছরের শেষ দিকে প্রকাশ হলেও এর ভিউ বেড়েই যাচ্ছে।

কোমরের বিছা করমু

শিল্পী বিশ্বাসের কণ্ঠে গত মাসের শেষ দিকে প্রকাশ হয়েছে ‘কোমরের বিছা করমু’ শিরোনামের গান। অল্প দিনেই গানটি শ্রোতার মাঝে ছড়িয়ে পড়েছে। গানটির কথা ও সুর করেছেন আলেক্স আব্দুস সালাম।

তোর ডানে বামে

মোহাম্মদ মিলন ও সুমি শবনমের কণ্ঠে প্রকাশ হয়েছে ‘তোর ডানে বামে’। গানের কথা, সুর ও সংগীত করেছেন রোহান রাজ। র‌্যাপ পার্ট গেয়েছেন রিজান। গানটি প্রকাশ হয়েছে নাটাই মিউজিক থেকে।

চলচ্চিত্র, অডিওর পাশাপাশি এ বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় বেশ কিছু প্রতিবাদী গান প্রকাশ হয়েছে। তরুণ র‌্যাপার হান্নানের গাওয়া ‘আওয়াজ উডা’ গানটি ছিল সময়ের সাহসী উচ্চারণ। ‘চব্বিশের গেরিলা’, ‘কথা ক’, ‘বাংলা মা’, ‘বায়ান্ন’, ‘দেশ সংস্কার’, ‘স্বাধীনতার গন্ধ’, ‘ছাত্র’, ‘স্লোগান’, ‘অধিকার’, ‘দেশ কার’, ‘আবু সাঈদ’, ‘রক্ত’, ‘দেশ কারও বাপের না’, ‘জবাব দে’, ‘জয় বাংলা’, ‘কত খাবি’, ‘শকুনের চোখ’ প্রভৃতি ছিল এ বছর আন্দোলনকালীন অন্যতম গান।