রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় গেল দুজনের প্রাণ
রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় রাস্তা পার হওয়ার সময়ে কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী। নিহত পুরুষের বয়স আনুমানিক ৭০ বছর, নারীর বয়স আনুমানিক ৬০ বছর। নিহত পুরুষের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা এবং নারীর পরনে ছিল কালো বোরকা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাউছার হোসেন বলেন, কাজলা পেট্রোল পাম্পের কাছে পকেট গেইট দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে এক কাভার্ডভ্যান ওই দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এর মধ্যে নারী পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান। তার মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আর ওই পুরুষকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পথচারীরা। পরে তিনি ঢামেক হাসপাতালে মারা যান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এসআই বলেন, কাভার্ডভ্যানটিকে শনাক্তসহ নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।