গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জের যাত্রা শুরু
গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জ নামে একটি সামাজিক ও সেবামূলক সংগঠন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জজবাড়িতে আয়োজিত এক সভায় আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের যাত্রা শুরু হয়।
কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় সর্বসম্মতভাবে অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ড. আবুল হোসেন খন্দকারকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরে শিক্ষা, সংস্কৃতিসহ সেবামূলক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জ গঠন করা হয়েছে। ড. আবুল হোসেন খন্দকারের আহ্বানে কলাকোপা জজবাড়িতে নবাবগঞ্জের শতাধিক গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ব্যক্তিরা সংগঠন প্রতিষ্ঠার বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন। উন্মুক্ত প্রস্তাব সমর্থনের মাধ্যমে ড. আবুল হোসেন খন্দকার আহ্বায়ক মনোনীত হন। যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহ আলম, খন্দকার আবু হাসান সবুজ, মো. নজরুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, ১৪ ইউনিয়ন থেকে ২৮ জন সদস্য, ১০ কোঅপ্ট সদস্য এবং রাজধানী ঢাকা থেকে দুজজন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক আবুল হোসেন খন্দকার বলেন, গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অব নবাবগঞ্জ সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। দল-মত-পেশা- ধর্ম-বর্ণ সব শ্রেণি পেশার গ্র্যাজুয়েটদের এই সংগঠনের সদস্য হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।