ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা /
নিহত ৫, আহত ১০
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন পাঁচ জন ও আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। পরে আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও ৪ জন মারা যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনার স্থান থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর সড়কে অন্যান্য যান চলাচল স্বাভাবিক হয়।