ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অহনা রহমান
অহনা রহমান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ক্যারিয়ায়ের শুরুটা তার মডেলিং দিয়ে। শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। বহুমাত্রিক অভিনয়ের দক্ষতা রয়েছে তার।
তবে এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের কাজ সংশ্লিষ্ট এবং ব্যক্তিগত নানা ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাকে। কিন্তু এবার অনেকটা রহস্যের সৃষ্টি করলেন। হঠাৎ এক পোস্টের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
গত বুধবার দিবাগত রাত সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে অহনা লেখেন, ‘কোনদিনও যদি জেনে―না জেনে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে দয়া করে তারা আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আল্লাহ্ সবাইকে ভালো রাখুক, এই দোয়া।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অহনার এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের। হঠাৎ কেন এ ধরনের পোস্ট করলেন, তা নিয়েই প্রশ্ন সবার। তবে নেটিজেনরা একাংশ ধারণা করছেন, এর আগে এক ঘোষণায় অভিনয় থেকে বিদায় নেবেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, ২০২৪ সালে জীবনে অনেক কিছুই হয়েছে। ২০২৫ সালের দিকে কাজ কমিয়ে ফেলবেন।
কমেন্ট বক্সে এক ভক্তের ভাষ্য, ‘আপনি আমাদের ভালো রেখেছেন আশা করি আপনিও ভালো থাকবেন নিরাপদে থাকবেন। আরেকজনের কথায়, ‘আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন, আমিন।’
এ কারণে অনেকেই ধারণা করছেন, হয়তো অভিনয়ে আবারও নিয়মিত হতে যাচ্ছেন অহনা। এ কারণে দর্শকদের উদ্দেশে এসব কথা বলেছেন। তবে ঠিক কেন এসব লিখেছেন তিনি, সেটি তার মন্তব্য ছাড়া নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আর এ ব্যাপারে এখনও কোনো কথা বলেননি এ অভিনেত্রী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন তিনি।