আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের নেপথ্যে রাশিয়া?
আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। গতকাল বুধবারের এই বিধ্বস্তে রাশিয়া দায়ী থাকতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন এভিয়েশন বিশেষজ্ঞ শঙ্কা প্রকাশ করেছিলেন যে আজারবাইজানের বিমানে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা থেকে আঘাত হয়ে থাকতে পারে।
আজারবাইজানের একটি সরকারি সংবাদমাধ্যমও এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, এই বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রই দায়ী।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কাস্পিয়ান সাগরের দিকে যাত্রা শুরু করে। এটি চেচনিয়া থেকে পশ্চিম কাজাখস্তান যাওয়ার কথা ছিল। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে রাশিয়া এটি বিধ্বস্তের দায় নেয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কোভ বলেছেন, ‘তদন্ত হওয়ার আগে অনুমান করে নেওয়া ভুল হবে। আমরা অবশ্যই এটা করিনি এবং করবো না। কারও এমন কাজ করা উচিত ননয়। আমরা তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস