১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক

অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩
শেয়ার :
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক

যুক্তরাজ্য থেকে ১১ বছর পর দেশে ফিরেছেন জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আবদুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

দীর্ঘ দিন পর দেশে ফেরায় ব্যারিস্টার আবদুর রাজ্জাককে বরণ করতে বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করতে দেখা যায় আইনজীবীসহ অনেককে।

ব্যারিস্টার রাজ্জাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবেও কাজ করেছেন। তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা ছিলেন। পরে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাজ্যে যান ব্যারিস্টার আবদুর রাজ্জাক।