রাজশাহীর ২৫ সাংবাদিক পেলেন ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ২৫ সাংবাদিককে ১৭ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথমকিস্তির অনুদানের এই চেক আজ বৃহস্পতিবার রাজশাহী সার্কিট হাউজ মিলনায়তনে বিতরণ করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে রাজশাহীতে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও করণীয়’ বিষয়ে মতবিনিময় সভা চেকগুলো বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে কিছু দলীয় সাংবাদিক এই ট্রাস্টের টাকা তুলেছে। প্রকৃতপক্ষে অসহায় ও দরিদ্র সাংবাদিকরা রাষ্ট্রের এ আর্থিক সহযোগিতা বঞ্চিত হয়েছেন। তাই বর্তমান সরকার যোগ্য সাংবাদিকদেরই এ সহযোগিতা করছে। আগামীতে কীভাবে সাংবাদিকদের আর্থিক সুরক্ষার ব্যবস্থা করা যায়, তা নিয়েও ভাবছে সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।