শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮
শেয়ার :
শার্শায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী গ্রেপ্তার

যশোরের শার্শায় উজ্জল হোসেন নামের এক যুবলীগ কর্মীকে ওয়ান শুটারগানসহ আটক করে পুলিশে দিয়েছে জনতা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া উজ্জল উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলা যুবলীগের নিরবাহী সদস্য।

উজ্জলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের লোক বলে এলাকায় পরিচিত। পতিত আওয়ামী লীগ সরকারের সময় তার অপকর্মের কাছে জিম্মি ছিলেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন উজ্জল হোসেন। সকালে তিনি অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নাভারণ গরু হাট সংলগ্ন নাভারণ সমবায় সমিতির মার্কেটের এক দোকানিকে গালিগালাজ করছিলেন। এ সময় কয়েক জন তাকে নিবৃত করতে এগিয়ে এলে তাদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে এবং তার কাছে একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। তখন তাকে অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে তুলে দেন স্থানীয়রা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, উপজেলার শার্শায় নাভারণ এলাকার গরু হাট সংলগ্ন নাভারণ সমবায় সমিতির মার্কেটের সামনে থেকে স্থানীয় জনতা ওয়ান শুটারগানসহ যুবলীগ কর্মী উজ্জলকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা। পুলিশ ওয়ান শুটারগানসহ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।