আন্দোলনে হামলা করা আওয়ামী লীগ নেতা পেলেন সরকারি অনুদান

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০
শেয়ার :
আন্দোলনে হামলা করা আওয়ামী লীগ নেতা পেলেন সরকারি অনুদান

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে আলোচনায় আসা আওয়ামী লীগ নেতা সরকারি আর্থিক অনুদান পেয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন আব্দুর রাজ্জাক নামের ওই আওয়ামী লীগ নেতা।

আব্দুর রাজ্জাক পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগঞ্জ বাজারে ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট হামলা হয়। ওই ঘটনায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কয়েকজন আন্দোলনকারীর বাসায় হামলা করা হয়। তবে ছাত্র-জনতার প্রতিরোধের মুখে রাজ্জাক আহত হন এবং এলাকা ছেড়ে চলে যান। পরবর্তীতে, রাজ্জাক জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১০ হাজার টাকার সরকারি চেক গ্রহণ করেন।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘৫ আগস্টের পরে আমি কিছুদিন ময়মনসিংহে চিকিৎসাধীন ছিলাম। পরে এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে জানান, উপজেলা পরিষদে যোগাযোগ করলে সরকারি বরাদ্দ পাওয়া যাবে। এরপর আমি সেই বরাদ্দ গ্রহণ করি।’

তার ছাত্র আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ছাত্রদের পক্ষে ছিলাম।’

আওয়ামী লীগের দলীয় পদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে আমার কোনো পদ নেই।’

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, ‘আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। এই বরাদ্দ আমার পূর্বসূরির সময় অনুমোদিত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য আমি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’