পঞ্চগড়ে ফের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৭
শেয়ার :
পঞ্চগড়ে ফের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

টানা তিন দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। এ নিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় দফায় জেলাটিতে শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সন্ধ্যা থেকে সকাল আটটা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। এরপর শুরু হয় ঝলমলে রোদ। স্বস্তি ফেরে জনপদে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) ৯ দশমিক ৫ রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। আর গত মঙ্গলবার রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি।

ঝলমলে রোদে দিনে স্বস্তি থাকলেও সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দৈনন্দিন আয় কমে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। পঞ্চগড়সহ তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তিনদিন ধরেই ১০ এর নিচে অবস্থান করছে। আবারও মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে।