বোমা ভেবে পুলিশে খবর দিলেন দোকানি, যা উদ্ধার হলো

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫২
শেয়ার :
বোমা ভেবে পুলিশে খবর দিলেন দোকানি, যা উদ্ধার হলো

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া দয়েরপাড়া গ্রামের আশরাফুলের ছেলে রতন আলীর মুদি দোকানের সামনে থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গেলে দোকানের দরজার সঙ্গে একটি মশারির ব্যাগের মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, মুদি দোকানের সামনে দুটি বোমা সাদৃশ্য বস্তু রাখা হয়েছে বলে খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ভয়ভীতি দেখানোর উদ্দেশে দুর্বৃত্তরা বোমা সাদৃশ্য বস্তু রেখে গেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।