সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় কর্মকর্তা-কর্মচারীরা
সচিবালয়ের এক নম্বর ভবনের সামনে সেনাবাহিনী বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে কাউকে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে কারণে সচিবালয়ে গেটের সামনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করছেন। আগুন লাগার ঘটনায় ভোর থেকেই অনেক কর্মকর্তা গেটের সামনে অবস্থান করছেন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সচিবালয়ের সামনে কর্মকর্তাদের ভিড় করতে দেখা যায়।
এর আগে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ৬ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টার জানিয়েছেন, সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এসেছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
উল্লেখ্য, গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটটি রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে । হঠাৎ আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নয় তলা বিশিষ্ট সচিবালয়ের ৭ নম্বর ভবনটি পূর্ব-পশ্চিমে বিস্তৃত। ভবনের দুই পাশ এবং অনেকটা মাঝখানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সচিবালয়ের বাইরে আব্দুল গনি রোড থেকে দেখা যায়, ভবনের একেবারে পশ্চিম পাশে ৮ এবং ৯ তলার কিছু অংশে আগুন লেগেছে। আবার মাঝখানে একইভাবে ৮ ও ৯ তালায় এবং পূর্ব পাশে ৭, ৮ ও ৯ তলার কিছু অংশ আগুনে পুড়ে গেছে।