অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে তাড়ানো হবে: মুখ্যমন্ত্রী ফড়নবিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ২৩:২২
শেয়ার :
অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে তাড়ানো হবে: মুখ্যমন্ত্রী ফড়নবিশ

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, ‘অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে তাড়ানো হবে। যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছে, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে।’ 

আজ বুধবার রাজ্যের নাগপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে।’

সম্প্রতি মহারাষ্ট্রে কল্যাণ শহর ও এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করে মুম্বাই পুলিশ। রাজ্যের অন্যান্য এলাকাতেও বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে। 

এ ছাড়া গত মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযানের খবর প্রকাশিত হয়। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়। 

দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে পুলিশ। গত ১৩ ডিসেম্বর তারা জানায়, দিল্লিতে এক হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।