হত্যা মামলা থেকে প্রভাবশালীদের বাদ দেওয়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জুলাই আন্দোলনে রাজধানীর নিউমার্কেট এলাকায় নিহত সবুজ ও শাজাহান হত্যা মামলার চার্জশিট থেকে প্রভাবশালী তিন আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টায় জড়িত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার সন্ধ্যায় বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইল সেন্ট মেরি ক্যাথিড্রাল গির্জা পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সবুজ ও শাজাহান হত্যা মামলার চার্জশিট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দেওয়ার চেষ্টা নিয়ে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যিনি এই কাজটি করেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ধরনের কাজে কোনো সময় প্রশ্রয় দেওয়া হবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ ধরনের কাজে আমরা কোনো সময় প্রশ্রয় দেই না। আর এভাবে চার্জশিট জমা দেওয়ার নিয়ম নেই। তদন্তকারী কর্মকর্তা নিয়ম মানেনি। শুধু তাই নয়, এ ধরনের কাজ যারাই করবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?