নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল দুজনের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে মালামাল তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা দুজন ইজিবাইকচালক ছিলেন।
আজ বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বড় পুকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছায়াপদ দাস (৪৫) ও নীল দাস (৬০)।
নিহত উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলায়। নিহত ছায়াপদ ওই এলাকার মৃত ভেজাল বর্মণ ও নীল দাস ওই এলকার হরিস দাসের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার কলেজ পাড়ার কুট্টি ময়নার বাড়িতে ভাড়া থাকতেন। নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা গার্মেন্টসে আয়ার কাজ করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা জানান, নিহত ছায়াপদ সম্পর্কে তার খালু। তার স্বামী নীল দাস এবং ছায়াপদ দুজনে ইজিবাইকচালক। পাশাপাশি তারা বাসাবাড়ির মালামাল উঠানো-নামানোর কাজ করতেন। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী বড়পুকুর পাড় এলাকায় ফয়সাল আহমেদের নির্মাণাধীন ৩ তলা ভবনে নির্মাণসামগ্রী উঠানোর কাজ করছিলেন। এ সময় ভবনের কাজের জন্য আনা রড এবং এঙ্গেল সার্ভিস লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার সংবাদ পেয়ে একজন উপপরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ দিতেও কেউ আসেনি। অভিযোগের পরে পরবর্তী করণীয় ঠিক করা হবে।