পারিবারিক কলহে বিষপানে আত্মহত্যা যুবকের
শেরপুরের নালিতাবাড়ীতে ইব্রাহিম খলিল (৩৮) নামে দুই সন্তানের জনকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামের এক পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলসপাড় ইউনিয়নের পিপুলেশ্বর ফটিয়াকান্দি গ্রামের আমির উদ্দিনের মেয়ে আমিরন নেছার (৩২) সঙ্গে একই এলাকার নাকশি গ্রামের সেকান্দর আলীর ছেলে ইব্রাহিম খলিলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু ইব্রাহিম মাদকাসক্ত হওয়ার কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া কলহ লেগে থাকতো। এক পর্যায়ে ইব্রাহিমকে ভালো হওয়ার শর্তে শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে বাবার বাড়ি নিয়ে যায়। এ নিয়ে স্বামী ইব্রাহিম কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েন।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ইব্রাহিম নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে যাওয়ার কথা বলে বের হন। পরে শ্বশুর বাড়ি না গিয়ে শ্বশুর বাড়ির কাছাকাছি একটি পুকুর পাড়ে বসে বিষপানে আত্মহত্যা করেন তিনি।
আজ বুধবার সকালে স্থানীয় লোকজন ইব্রাহিমের মরদেহ পড়ে থাকতে দেখে তার আত্মীয় স্বজন ও থানা পুলিশকে খবর দেন। মাদকাসক্তের কারণে ও পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।