এলিটার ‘চিনি দেড় চামচ’

বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫
শেয়ার :
এলিটার ‘চিনি দেড় চামচ’

আনুষ্ঠানিক আয়োজনের মধ্যদিয়ে প্রকাশ হয়েছে এলিটা করিমের নতুন গান। শিরোনাম ‘চিনি দেড় চামচ’। গানটি লিখেছেন আশি-নব্বই দশকের আলোচিত গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন রেনেসাঁ ব্যান্ডের নন্দিত শিল্পী ও সুরকার পিলু খান। সংগীতায়োজনে ছিলেন কলকাতার দেবাশীষ সোম।

গতকাল রাজধানীর গুলশানের ‘১৩৮ ইস্ট’ রেস্তোরাঁয় গান-আড্ডার আয়োজনের মধ্যদিয়ে এটি প্রকাশ করে আজব রেকর্ডস।

এলিটার কথায়, ‘এটি আমার শিল্পীজীবনের অন্যরকম এক গান। যা শ্রোতাদের সঙ্গে আমাকে নতুনভাবে তুলে ধরবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’