বাইকার ও সংগীতপ্রেমীদের জন্য আর্টসেলের গান

বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮
শেয়ার :
বাইকার ও সংগীতপ্রেমীদের জন্য আর্টসেলের গান

দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে সঙ্গে নিয়ে সংগীতপ্রেমীদের জন্য ‘অপ্রতিরোধ্য’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ করেছে সুজুকি। গানে উঠে এসেছে স্বাধীনতা, উন্মাদনা এবং জীবনের আনন্দ। আর এই বিশেষ উদ্যোগে যুক্ত হয়েছেন অভিনেতা সিয়াম আহমেদও।

জানা গেছে, বাইকের রোমাঞ্চ ও মেটাল সংগীতের উন্মাদনাকে একত্রিত করার এই উদ্যোগ বাইকার এবং সংগীতপ্রেমীদের জন্য।

গানটি শেয়ার করে সুজুকি বাংলাদেশ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ‘মিউজিক ভিডিওতে আবেগ, শৈলী ও অ্যাডভেঞ্চারের এক ঐকতানকে উপস্থাপিত করা হয়েছে।’

আর্টসেল ও সুজুকির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি উপভোগ করতে পারবেন শ্রোতারা। এছাড়া শিগগিরই এটি স্পটিফাইতেও পাওয়া যাবে।