টিএসসি অডিটরিয়ামে আজ ‘নয়া মানুষ’
চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে সোহেল রানা বয়াতি নির্মাণ করেছেন তার প্রথম সিনেমা ‘নয়া মানুষ’। ৬ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায়। সারাদেশের মানুষের কাছে ছবিটিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিকল্প প্রদর্শনীর ঘোষণা দেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই সূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের আয়োজনে টিএসসি অডিটরিয়ামে আজ দুপুর ২টা ও বিকাল ৪টায় প্রদর্শনীর মাধ্যমে শুরু হচ্ছে এবারের বিকল্প প্রদর্শনী। এরপর পর্যায়ক্রমে সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনী করা হবে সিনেমাটির।
আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আ. মা. ম. হাসানুজ্জামান, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি, শিশুশিল্পী ঊষশী প্রমুখ। বিকল্প প্রদর্শনী নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেপ্লেক্সে সিনেমা দেখাটা ব্যয়বহুল, যা বহন করার সামর্থ্য অনেকের নেই। তাই আমরা এই বিকল্প প্রদর্শনীর মাধ্যমে গণমানুষের কাছে পৌঁছে দিতে চাই সিনেমাটি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা