কাকরাইলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
শেয়ার :
কাকরাইলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

রমনা থানাধীন কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান মোল্লা (৬৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। তিনি পেশায় মাটির ঠিকাদার ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাকরাইল আঞ্জুমান মফিদুল ইসলাম ভবনের সামনের সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহতের ছেলে সুমন মোল্লা জানান, তার বাবা একজন মাটির ঠিকাদার। সোমবার রাতে সবুজবাগ থেকে মাটির ড্রাম ট্রাকে লেবারসহ বিজয় নগরে আসেন। অন্য ট্রাকের চালককে পথ দেখিয়ে দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে কাকরাইলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

নিহতের ছেলে আরও জানান, পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে রমনা থানার এস আই মো. মিজানুর রহমান বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে যানবাহনটি সনাক্ত করা যায়নি।’

উল্লেখ্য, নিহত শাজাহান মোল্লা মাদারীপুর জেলার শিবচর উপজেলার গাছিকান্দি গ্রামের মৃত আমজাদ মোল্লার ছেলে। বর্তমানে সবুজবাগ থানাধীন বাসাবো এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।