ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ

আজ ফাইনাল

ক্রীড়া ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
ঢাকা মেট্রো নাকি রংপুর বিভাগ

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরও একটি আসর। প্রতিযোগিতার প্রস্তুতির মঞ্চ হয়ে উঠেছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি। আজ দুপুরে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। লড়াইয়ের মঞ্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম; যেখানে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ। আসরজুড়ে দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের শেষ ধাপে এসে পৌঁছেছে ঢাকা মেট্রো। প্রতিযোগিতার এ পর্যন্ত আট ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। রবিন লিগ রাউন্ডের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল দলটি।

রংপুর বিভাগ অবশ্য অতটা দাপটের সঙ্গে ফাইনালে ওঠেনি। প্রতিযোগিতার চলতি মৌসুমে সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা। লিগ রাউন্ড তারা শেষ করেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থেকে। অবশ্য ফাইনালের আগেই দেখা হয়েছিল দুই দলের। প্রথম কোয়ালিফায়ারে রংপুর বিভাগের কাছে চার উইকেটে হেরেছে ঢাকা মেট্রো। দ্বিতীয় সুযোগটা অবশ্য হাতছাড়া করেনি তারা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খুলনা বিভাগকে ৩৮ রানে হারিয়ে স্বপ্নের ফাইনালের টিকিট কাটে ঢাকা মেট্রো। এবারের ম্যাচটা তাই ঢাকার জন্য প্রতিশোধের উপলক্ষ। রংপুর বিভাগের জন্য পুনরাবৃত্তির সুযোগ।

প্রতিযোগিতার এই মৌসুমের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের শিরোপাজয়ী দল পাবে কুড়ি লাখ টাকা। রানার্সআপ দলটির ভাগ্যে জুটবে এর অর্ধেক পরিমাণ। টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে দেওয়া হবে এক লাখ টাকা। প্রতিযোগিতার সেরা বোলার ও ব্যাটার যৌথভাবে পাবে এক লাখ টাকা। মূলত নতুন ক্রিকেটার খুঁজে বের করতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। প্রতিযোগিতায় ক্রিকেটারদের জন্য বাড়তি সুবিধা আছে।আসন্ন বিপিএলের প্রস্তুতিও নেওয়া হয়েছে তাদের।

এনসিএল টি-টোয়েন্টির সবচেয়ে বড় প্রাপ্তি জিশান আলম, আজিজুল হাকিমের মতো ক্রিকেটাররা। জিশান তো বিস্ফোরক ব্যাটিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন। আজিজুলও ব্যাট হাতে ঝড় তুলেছেন। বল হাতে দ্যুতি ছড়িয়েছেন আহমেদ শরীফ ও ফাহাদ হোসেনের মতো তরুণরা। নিজেকে ফিরে পাওয়ার প্রয়াস চালিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার মোহাম্মদ নাইম শেখ, নুরুল হাসান সোহান, আবু হায়দার রনিরা। সার্বিক দিক বিশ্লেষণে এই আসর থেকে বিসিবির প্রাপ্তি অনেক।

টুর্নামেন্টের আরেকটি বড় প্রাপ্তি ঢাকার বাইরে আসরের সবকটি ম্যাচ আয়োজন করা। প্রতিযোগিতার কেন্দ্র ছিল সিলেট স্টেডিয়াম। আজ এখানেই শেষ লড়াই। যেখানে জায় চায় ঢাকা মেট্রো রংপুর বিভাগ দুই দলই। গতকাল ফাইনাল-পূর্ব সাংবাদিক বৈঠকে ঢাকা মেট্রো অধিনায়ক নাঈম বলেছেন, ‘মাঠে যে পরিস্থিতি আসুক আমি নিজে ওপর থেকে চেষ্টা করছি টপ অর্ডার ব্যাটার হিসেবে। দলের নেতা হিসেবে একটা দায়িত্ব থাকে সেটাই করে যাচ্ছি। আমার দলে ৬-৭ জন ম্যান অব দ্য ম্যাচ হওয়া ক্রিকেটার আছে। ছোট দল বা বড় দল বলে কোনো কথা নেই টি-টোয়েন্টিতে, মাঠে যারা ভালো করবে তারাই ফল পাবে। চেষ্টা আছে মাঠে সেরাটা দিয়ে দেওয়ার।’

রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী ফাইনালটাকে সুযোগ হিসেবে দেখছেন। নাঈমের বক্তব্যের প্রতিচ্ছবি পাওয়া গেল তার কথাতেও, ‘একটা সঠিক সময়ে যে পারফরম্যান্স করা দরকার তা আমাদের প্রত্যেকেই ভালো করছে। টি-টোয়েন্টি খেলায় আমার কাছে মনে হয় না বড় দল বা ছোট দল বলে কোনো কথা আছে। কারণ টি-টোয়েন্টি খুব অল্প সময়ের খেলা, যারা ছন্দ ধরে রাখতে পারবে তারাই ভালো করবে।’