চিরকুট ছাড়লেন জাহিদ নিরব

বিনোদন সময় প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
চিরকুট ছাড়লেন জাহিদ নিরব

আবার ভাঙনের সুর চিরকুট ব্যান্ডে। গত বছর চিরকুটের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেন ইমন চৌধুরী। এবার দল ছাড়লেন ব্যান্ডটির আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাহিদ নিরব। ২০১৫ সালে ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে চিরকুটের সঙ্গে পথচলা শুরু করেন জাহিদ নিরব। অবশেষে শেষ হলো এ ব্যান্ডের সঙ্গে তার নয় বছরের পথচলা।

অনেকদিন ধরেই জাহিদ নিরবের চিরকুট ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সর্বশেষ দুই কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। জানা যায়, চিরকুটের সঙ্গে আর নেই জাহিদ নিরব। গুঞ্জন আছে- তিনি চিরকুট ছাড়েননি, তাকেই বরং বের করে দেওয়া হয়েছে ব্যান্ড থেকে। এ বিষয়ে জাহিদ নিরব কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে চিরকুটে না থাকার বিষয়টি অস্বীকার করেননি তিনি।

এর আগে প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ। ওই সময় চিরকুটের পক্ষ থেকে জানানো হয়েছিল, একক ক্যারিয়ার গড়তে চাওয়ায় পারস্পরিক আলোচনার মাধ্যমে পিন্টু ঘোষকে শ্রদ্ধার সঙ্গে আলাদা ক্যারিয়ার গড়ার সম্মতি দেওয়া হয়েছে। কিন্তু পিন্টু ঘোষ জানিয়েছিলেন, একক ক্যারিয়ারের প্রয়োজনে নয়, বরং অন্য কারণে তিনি দল থেকে বের হয়ে এসেছেন।গত বছর ইমন চৌধুরীর ব্যান্ড ত্যাগের পরও একই কারণ জানানো হয় চিরকুটের পক্ষ থেকে।

জাহিদ নিরব ব্যান্ডের পাশাপাশি সলো ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তিনি অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র মিউজিক করছেন। এ সিরিজের একটি গানে কণ্ঠও দিয়েছেন তিনি।