আজিমপুর কবরস্থান কেন্দ্র করে চাঁদাবাজি করতেন তারা

অনলাইন ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪, ০০:১৫
শেয়ার :
আজিমপুর কবরস্থান কেন্দ্র করে চাঁদাবাজি করতেন তারা

রাজধানীর আজিমপুর কবরস্থানকে কেন্দ্র করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার দুপুরে তাদের আটক করে লালবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে তারা।

আটক ব্যক্তিরা হলেন রমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) ও রবিন মিয়া (৩৪)।

কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিলেন। তারা প্রতি কবর থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করতেন। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দিতেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।