চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড তদন্তে শিল্প মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪, ২২:১৫
শেয়ার :
চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড তদন্তে শিল্প মন্ত্রণালয়ের কমিটি

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে ৭ নাবিককে হত্যা ও একজনকে আহত করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। চার সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে, সদস্যসচিব করা হয়েছে এক যুগ্ম সচিবকে।

আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ-দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও করেছে শিল্প মন্ত্রণালয়।