মহারাষ্ট্রে ৮ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
শেয়ার :
মহারাষ্ট্রে ৮ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্রে ৮ অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। অবৈধ উপায়ে বসবাসের অভিযোগে রাজ্যের থানে জেলা থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শনি ও রবিবার পূর্ব তথ্যের ভিত্তিতে ভিওয়ানন্দি শহরের কালহার ও কোনগাও এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভারতে থাকার জন্য বৈধ কোনো নথি দেখাতে পারেননি তারা। তাদের বিদেশি নাগরিকত আইন ও ইন্ডিয়ান পাসপোর্ট আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে।