সেই কৃষক দল নেতার মার্কেট গুড়িয়ে দিল প্রশাসন
গাজীপুরের শ্রীপুরে খাস জমিতে কৃষক দল নেতার নির্মিত অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিলের নেতৃত্বে দখল উচ্ছেদ করা হয়। আমাদের সময়ে সংবাদ প্রকাশের পাঁচদিন পর এ ব্যবস্থা নিল প্রশাসন।
উপজেলার কেওয়া পূর্ব খন্ড গ্রামে মার্কেট নির্মাণ করেন শ্রীপুর পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, পূর্ব খন্ড গ্রামের বাসিন্দ শাজাহান ও শাহীন। অভিযানে মার্কেটটি গুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রে জান যায়, উপজেলার ৭ নম্বর কেওয়া মৌজার ১ নম্বর খতিয়ানভূক্ত সিএস ও এসএ ১৯৪৯ নম্বর দাগের আরএস ১২৬৩৫ নম্বর দাগে ৯২ শতাংশ এবং ১২৬৩৬ নম্বর দাগে ১৮ শতাংশসহ মোট ১ একর ১০ শতাংশ সরকারি খাস জমি রয়েছে। প্রায় ৫০ কোটি টাকা মূল্যের এ জমি দীর্ঘ দিন যাবত জবর দখল হয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন কৃষক দল নেতা মতিউর রহমান, শাজাহান ও শাহীন। খবর পেয়ে শ্রীপুর পৌর ভূমি অফিসের কর্মকর্তাগণ কাজ বন্ধ করে দেন।
এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর আমাদের সময় পত্রিকায় ‘৫০ কোটি টাকার খাসজমি দখল করে হচ্ছে মার্কেট’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ সোমবার দুপুরে দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল ও পৌর উপসহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) অঅ. লতিফ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল জানান, অবৈধভাবে নির্মাণাধীন মার্কেট উচ্ছেদ কারা হয়েছে। ওই জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।