বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
শেয়ার :
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেড় মাস পর ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল। রেমিট্যান্সের প্রবাহ বাড়ার রিজার্ভের পরিমাণ বেড়েছে বলে জানা গেছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি অনুযায়ী ২২ ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার।’

জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে এই রিজার্ভ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২২ দিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২ বিলিয়ন ডলারের বেশি। এর আগে, ৬ নভেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ বিলিয়ন ডলার।

গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

অন্তর্বর্তী সরকার প্রতি ডলারের দাম ১২০ টাকা নির্ধারণ ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যে স্থিতিশীল ছিল।

আমদানি বৃদ্ধির কারণে সম্প্রতি ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিট্যান্সের ডলার কিনতে সর্বোচ্চ ১২৭ দশমিক ৭০ টাকা খরচ করতে হয়েছে।