পুরোহিতের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় নাচ-গানের উৎসব

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২
শেয়ার :
পুরোহিতের স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় নাচ-গানের উৎসব

কারও মৃত্যুতে সাধারণ শোকে থাকে পরিবার। কিন্তু যার মৃত্যু, তিনি নিজেই চাইলেন, শোক নয় তার বিদায় হোক আনন্দের। তার শেষ ইচ্ছা পূরণে তাই ব্যতিক্রমীভাবে পালন করা হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়া। শোক না করে, তার সম্মানে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্বজনরা। ভারতের তামিলনাড়ুতে ঘটেছে এই ঘটনা।

সম্প্রতি সেখানে মারা গেছেন একজন পুরোহিতের স্ত্রী। নাগাম্মাল নামে সেই নারীর বয়স হয়েছিল ৯৬ বছর। তার ইচ্ছা ছিল, মৃত্যুর পর যেন কেউ শোক না করে। বরং আনন্দে তার বিদায় আয়োজন করা হয়। তার সেই ইচ্ছার প্রতি সম্মান জানিয়েছেন স্বজনরা। মাদুরাই জেলায় আয়োজন করা হয় এক উৎসবের। যেখানে যোগ দেয় তার গ্রামের মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অনেকদিন ধরে নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন নাগাম্মাল। তাই তিনি চেয়েছেন মৃত্যুতে যেন কেউ কষ্ট না পায়। বরং আনন্দ নিয়ে বিদায় জানায়। সেকথাই জানিয়ে গিয়েছেলেন তার পরিবারকে। তার দুই ছেলে, চার মেয়ে ও ৭৮ জন নাতি-নাতনি ও তাদের সন্তান রয়েছে। সবাই মিলে তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যতিক্রমী আয়োজনে অংশ নেয়।

তার মৃত্যুতে পরিবার সঙ্গীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি ঐতিহ্যবাহী লোকশিল্পের আয়োজন করে এবং বিদায় জানায়। নারীরা তামিলনাড়ুর একটি জনপ্রিয় লোকনৃত্য কুম্মি পরিবেশন করেন। পরিবারের ছোট সদস্যরাও বিভিন্ন পারফরম্যান্সের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। সেই উৎসবের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এই আয়োজনের প্রশংসাও করছেন।